ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের আরেফিন টিলায় ফের ৩ শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
সিলেটের আরেফিন টিলায় ফের ৩ শ্রমিক নিহত শাহ আরেফিন টিলায় পাথর কোয়ারি।

সিলেট: এবার সিলেটের শাহ আরেফিন টিলায় পাথর কোয়ারি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কোয়ারির সঙ্গে সংশ্লিষ্ট কালা মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার বশির আহমদের কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগেঞ্জের জামালগঞ্জ উপজেলার বান্দা গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জহির হোসেন (৩৬), জেলার দক্ষিণ সুনামগঞ্জ জীরদার গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন ও একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে কাঁচা মিয়া (৬০)।

বৃহস্পতিবার (০১ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দুপুরে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় বশির আহমদের গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে তিন শ্রমিক পাথর চাপায় মারা যান। এ ঘটনায় আহত হন আরো দু’জন। পরে রাত সাড়ে ১২টার দিকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।