ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দ্বৈত কর পরিহারে বাংলাদেশ-মরক্কো চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
দ্বৈত কর পরিহারে বাংলাদেশ-মরক্কো চুক্তি চুক্তি-নথিতে সই করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা।

ঢাকা: আমদানি-রপ্তানিতে অতিরিক্ত করের বোঝা দূর করতে দ্বৈত কর পরিহারের চুক্তি করেছে বাংলাদেশ ও মরক্কো। পাশাপাশি দু’পক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক (এফওসি) বৈঠক আয়োজনে একটি নথিতেও সই করেছে দুই দেশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক আলোচনা সভায় এ দু’টি চুক্তি-নথিতে সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা।  

সভায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও পর্যটন সংক্রান্ত সহোযোগিতা বাড়ানোর প্রস্তাবে সম্মত হন প্রতিনিধিরা।

 

মাহমুদ আলী চলমান রোহিঙ্গা সংকটে পাশে থাকার জন্য মরক্কো সরকারকে ধন্যবাদ জানান।  

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সার শিল্পের সম্ভাবনা ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং ঢাকা ও রাবাতের শীর্ষ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।