ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
গফরগাঁওয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে শাশুড়ি রমিজা খাতুনকে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তারই পুত্রবধূ খাদিজা আক্তার (৩২)।

বৃহস্পতিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, উপজেলার বারোবারিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের শাশুড়ি রমিজা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিলো তারই পুত্রবধূ খাদিজার।

তাদের মাঝে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরেও তুমুল ঝগড়া বাধে।

তিনি বলেন, এক সময় শাশুড়িকে হত্যা করার পরিকল্পনা নেয় খাদিজা। পরিকল্পনা অনুযায়ী বুধবার রাতে শাশুড়ি রমিজা খাতুনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের মেয়ে দিলোয়ারা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে আসামি খাদিজা আক্তারকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।