বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দিলরুবা ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় আটকদের প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের মো. নাজমুল (১৯), গোপালগঞ্জের মো. শহিদুল শেখ (২৩), ভোলার মো. সোহাগ (১৯), মো. আ. কাদের (৩০), মো. মাসুদ শেখ (১৮), মো. মাসুদ (২০), মো. শাহ আলম (২৫), মো. হুমায়ন (২০), মো. ফরিদ (২২), মো. সাকিল (১৮), মো. সোহাগ (১৮), মো. নীরব হোসেন (২২), মো. ইব্রাহিম (২২), মো. ফরহাদ (২২), খুলনার মো. রাসেল গাজী (২২) ও বাগেরহাট জেলার মো. আল আমিন মল্লিক (৩০), মো. উরান শেখ (২৪), মো. কবির হাওলাদার (২২), মো. আলম (৩৫)।
জেলা মৎস দফতরের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, বরিশাল র্যাব-৮ এর উপস্থিতিতে সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহম্পতিবার সকালে বরিশাল নগরের দপদপিয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজার সামনে অভিযান চালায়।
এসময় খুলনা মেট্রো ট-১১-১২৭১, যশোর মেট্রো ট-১১-৩৫০২, ঢাকা মেট্টো ট-১৬-৪৭৬৬ নম্বরের তিনটি ট্রাকসহ ১৯ জনকে আটক করা হয়। ওই তিনটি ট্রাক থেকে মোট ৯৬টি ড্রামের ভিতর আনুমানিক ৯ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেনু জব্দ করে।
র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ রেনুপোনার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। যা অবৈধভাবে ধরে সংগ্রহ করে বরিশাল জেলা থেকে পরিবহন যোগে বাগেরহাট ও খুলনা জেলায় বিক্রয় করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিলো।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএস/জিপি