নিহত খুরশেদ আলম তালুকদার টাঙ্গাইল জেলার ফুলকি ইউনিয়নের বাসাবি থানার দোহার গ্রামের মৃত আব্দুর রহিম তালুকদারের ছেলে। তিনি সিলেট পল্লীবিদুৎ সমিতি-১ এর ট্রেইলার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (০১ মার্চ) দক্ষিণ সুরমার কদমতলী জুনেদ আহমদের ভাড়া বাসার নীচ তলার ফ্লাটে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, সকালে কাজের বুয়া এসে ডাকাডাকি করে দরজা না খোলায় জানালা দিয়ে খোরশিদ আলমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ওই বাসার নিচ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খোরশিদ আত্মহত্যা করেছেন উল্লেখ করে ওসি আনোয়ার বলেন, কি কারণে তিনি আত্মহত্যার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনইউ/ওএইচ/