বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে সার্কিট হাউজ মাঠে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর পিপিএম।
এ সময় তিনি আরও জানান, সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।
পুলিশ কমিশনার বলেন, খালিশপুর ও খুলনা সার্কিট হাউজ মাঠের জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই নগরীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, মোবাইল টহল, র্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া হোটেল, ছাত্রাবাসগুলোতেও নজরদারি করা হচ্ছে। মাঠে ও মাঠের বাইরে সাদা পোশাক, পোশাকধারী এবং নারী পুলিশ মোতায়েন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাতায়াতের পথে সব দোকানপাট একদিনের জন্য বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমআরএম/আরআর