বৃহস্পতিবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের পূর্ব পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহামুদুর ওই পাড়ার মৃত ফজলার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাহামুদুর ব্যক্তি জীবনে অবিবাহিত। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে তিনি থাকা-খাওয়াসহ অনিয়মতাত্রিক জীবন যাপন করতেন। কয়েকদিন ধরেই তার ঘরের দরজা-জানালা বন্ধ থাকতে দেখা যায়। তার ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে তিন-চার দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাহামুদুর।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সদর থানায় অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরবি/