ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে ফরিদপুরে রোড-শো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে ফরিদপুরে রোড-শো পাটজাত পণ্যকে জনপ্রিয় করতে ফরিদপুরে রোড-শো-ছবি-বাংলানিউজ

ফরিদপুর: সোনালি আঁশের বাংলাদেশে পাট উৎপাদনে সেরা জেলা ফরিদপুর। পাট ও পাটজাত পণ্যকে জনপ্রিয় করে তুলতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে রোড-শো বের করে বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে ফরিদপুর পৌঁছেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি দল। 

পাট পণ্যের নানা স্টিকারে ঢাকা অর্ধশতাধিক গাড়ি বহরে কৃষক ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রোড শোতে অংশ নেন।  

দুপুর আড়াইটার দিকে রোড শোটি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এসে পৌঁছায়।

এসময় ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

পরে সেখানে বক্তব্য দেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. খুরশীদ আলম, সিনিয়র সহকারী প্রধান মো. শামীমুজ্জামান, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শামছুল আলম, ফরিদপুরের পাট অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সামাদ আজাদ।  

মো. খুরশীদ আলম বলেন, আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। এটি যেমন পরিবেশবান্ধব হবে পাশাপাশি পাট শিল্পকে আরও এগিয়ে নেওয়া যাবে।  

তিনি বলেন, আদমজীর মতো না হলেও ছোট পরিসরে আবারও পাট কারখানা করবে সরকার।  

এসময় উম্মে সালমা তানজিয়া বলেন, যেহেতু ফরিদপুরে পাট উৎপাদনে দেশ সেরা। সরকারের পাটকে এগিয়ে নিয়ে যাওয়ার সব কর্মপরিকল্পনায় ফরিদপুর ভূমিকা রাখবে।  

বিকেলে রোড-শোটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।