ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নিহত পুলিশ সদস্যেদের পরিবারকে সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
ময়মনসিংহে নিহত পুলিশ সদস্যেদের পরিবারকে সম্মাননা নিহত পুলিশ সদস্যেদের পরিবারকে সম্মাননা

ময়মনসিংহ: দায়িত্ব পালনের সময় নিহত ৪৮ পুলিশ সদস্যের পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে নগরীর পুলিশ লাইন্সে নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উপহার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে নিহতদের পরিবারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু প্রমুখ।  

সভাপতির বক্তব্যে ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করে অকুতোভয় পুলিশ সদস্যরা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের এ বিরল আত্মত্যাগের মধ্যে দিয়ে রচিত হয়েছে নতুন এক ইতিহাস ও গৌরবময় অধ্যায়ের।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।