ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চীনা ভাষা-হাউজকিপিং প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
খাগড়াছড়িতে চীনা ভাষা-হাউজকিপিং প্রশিক্ষণ বক্তব্য রাখছেন সচিব ড. নমিতা হালদার। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের চাইনিজ(ক্যান্টনিজ) ভাষা ও হাউজকিপিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্সের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার।

উদ্বোধনী অনুষ্ঠানে নমিতা হালদার বলেন, বর্তমান সরকার সারা দেশে উন্নয়নে সমতা আনতে চাইছে।

এ উপলক্ষে উন্নয়নে অংশ নিতে পিছিয়ে পড়া জেলাগুলোর জনগোষ্ঠীর দিকে নজর দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক জেলা প্রশাসক রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ড. মো. নুরুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।