বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্সের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার।
উদ্বোধনী অনুষ্ঠানে নমিতা হালদার বলেন, বর্তমান সরকার সারা দেশে উন্নয়নে সমতা আনতে চাইছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক জেলা প্রশাসক রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ড. মো. নুরুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এএটি