ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চার মাসেও উদ্ধার হয়নি অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
চার মাসেও উদ্ধার হয়নি অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রী  জেনিয়া জ্যোতি (ছবি: সংগৃহীত)

ময়মনসিংহ: ময়মনসিংহে অস্ত্রের মুখে অপহৃত নবম শ্রেণির স্কুলছাত্রী জেনিয়া জ্যোতিকে (১৪) চার মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছে এ স্কুলছাত্রীর পরিবার।

নিখোঁজ জেনিয়ার পরিবার জানায়, সদর উপজেলার চূরখাই সানরাইজ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্রী জেনিয়াকে গত বছরের ২৫ অক্টোবর অস্ত্রের মুখে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যায় প্রভাবশালী মেহেদী হাসান।

এ ঘটনার পর গত বছরের ২৯ অক্টোবর নারী শিশু নির্যাতন দমন আদালতে জেনিয়ার বাবা মোজাম্মেলন হোসেন সবুজ মামলা দায়ের করলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কিন্তু র্দীঘ সময়েও ওই স্কুল ছাত্রী উদ্ধার না হওয়ায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালতের কাছে পুনরায় স্কুলছাত্রীকে উদ্ধারের প্রার্থনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশনা পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুুক্তভোগী জেনিয়ার বাবা মোজাম্মেল হোসেন সবুজ জানান, ঘটনার পর চার মাস পেরিয়ে গেলেও আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন আমার মেয়ে জীবিত না মৃত তাও জানতে পারছি না। এ অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি র‌্যাব-১৪ বরাবরে আমার অপহৃত মেয়ে উদ্ধারের জন্য আবেদন জানিয়েছি।

এ বিষয়ে র‌্যাব-১৪ এর অপরারেশন অফিসার এসএম হাফিজুল ইসলাম বাবুল জানান, অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।