ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি এখন সময়ের দাবি  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি এখন সময়ের দাবি   মতবিনিময় সভায় বক্তারা-ছবি-বাংলানিউজ

রাজশাহী: প্রতিবার বাজেটে শিক্ষা খাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার, তা কোনোবারই দেওয়া হয় না। যেহেতু বাজেটের মোট আকার বেড়েছে, সেজন্য এ খাতেও তা বাড়ে, কিন্তু শতাংশে বাড়েনি। তাই শিক্ষাখাতে এখন বরাদ্দ বাড়ানো উচিৎ।

রাজশাহীতে ‘শিক্ষা বাজেট’ বিষয়ে বৃহস্পতিবার (১ মার্চ) দিনব্যাপী এক মতবিনিমিয় সভায় বক্তারা এই দাবি জানান।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) তার নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।

 

বক্তারা বলেন, ইউনেস্কো ঘোষণার অনুসমর্থনকারী দেশ হিসাবে একটি দেশের প্রকৃত টেকসই উন্নয়নের জন্য বাজেটের অন্তত ২০ শতাংশ এবং জিডিপির অন্তত ছয় শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া উচিৎ।

মতবিনিময় সভা শুরুর প্রথমেই শিক্ষা সংক্রান্ত বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে তথ্য উপস্থাপনা করা হয়। পরে মুক্ত আলোচনায় বক্তারা বাজেটে শিক্ষা খাতে আরও বরাদ্দ বৃদ্ধি, অতি দরিদ্র পরিবারের শিশুদের জন্য মিড ডে মিল চালু, কারিগরি শিক্ষায় বেশি গুরুত্বারোপ, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান এবং বরাদ্দকৃত বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিতকরণে নজরদারির সুপারিশ করেন।  

এসিডি’র নির্বাহী পরিষদের সহ-সভাপতি শ্যামাপদ স্যানালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের।

সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর নুরুন্নাহার বেগম ও এসিডির প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন।

এসিডি’র প্রকল্প অফিসার হাফিজ উদ্দিন পিন্টুর সঞ্চালনা ও গণসাক্ষরতা অভিযানের বিভাগীয় সমন্বয়কারী আব্দুর রউফের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিভিন্ন শিশু দল ও ইয়ুথ দলের সদস্য, শিক্ষক প্রতিনিধি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, স্থানীয় সরকার প্রতিনিধি ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।