বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুর পর্যন্ত ১১টি ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থীর সঙ্গে নিদিষ্ট সংখ্যক লোক থাকার বিধান হওয়ায় প্রার্থীরা তাদের প্রস্তাবক ও সমর্থকসহ কয়েকজন কর্মী নিয়ে আসছেন রিটানিং কর্মকতাদের কার্যালয়ে।
আগামী ৪ ও ৫ মার্চ বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ১২মার্চ।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন- ডিক্রিরচর ইউনিয়নে সাদেকুজ্জামান মিলন পাল, মাচ্চর ইউনিয়নে সরোয়ার হোসেন সন্টু, ঈশান গোপালপুর ইউনিয়নে শহিদুল ইসলাম, চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান মন্ডল, নর্থচ্যানেল ইউনিয়নে মোফাজ্জেল হোসেন, অম্বিকাপুর ইউনিয়নে আবু সাঈদ চৌধুরী, কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাদশা মিয়া, কানাইপুর ইউনিয়নে বেলায়েত হোসেন ফকির, আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু, কৈজুরী ইউনিয়নে ইফতেখার হোসেন ইকু ও গেরদা ইউনিয়নে জাহিদুর রহমান জাহিদ।
অপরদিকে বিএনপি থেকে সমর্থিত প্রার্থীরা হলেন, অম্বিকাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন চৌধুরী, কৃষ্ণনগর ইউনিয়নে গোলাম মোস্তফা, গেরদা ইউনিয়নে শাহ রেজাউল করিম, ঈশান গোপালপুর ইউনিয়নে নুরুজ্জামান চৌধুরী পংকজ, নর্থচ্যানেল ইউনিয়নে মোস্তাকুজ্জামান মোস্তাক, মাচ্চর ইউনিয়নে রাজিব সরদার, কানাইপুর ইউনিয়নে আলতাফ হোসেন, কৈজুরী ইউনিয়নে নাজিমউদ্দিন শেখ, ডিক্রিরচর ইউনিয়নে মোশাররফ হোসেন, চরমাধবদিয়া ইউনিয়নে মির্জা সাইফুল ইসলাম আজম ও আলিয়াবাদ ইউনিয়নে সামসুল আলম বাবলু।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমজেএফ