ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
মাদারীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৫ মাদারীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৫

মাদারীপুর: মাদারীপুর, শরিয়তপুর ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। এরপর বৃহস্পতিবার (১ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. শহিদ (৩৩), শওকত মাতুব্বর (৪৫), যশোর জেলার বেনাপোল এলাকার আলমগীর হোসেন (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোমরেজ মাতুব্বর (৪০) ও সোহেল শেখ (২৬)।

সংবাদ সম্মলনে র‌্যাব-৮ এর মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬৭৪ বোতল ফেনসিডিলসহ গাড়ির চালক আলমগীর ও শহিদকে আটক করা হয়।  
অন্যদিক, ফরিদপুরের ভাঙ্গা থেকে ১২ কেজি গাঁজা ও ৯২ পিস ইয়াবাসহ মোমরেজ ও সোহেল নামের দুইজন এবং শরীয়তপুরের জাজিরা থেকে ২২৩ পিস ইয়াবাসহ শওকত মাদবর নামে আরো একজনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।