বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। এরপর বৃহস্পতিবার (১ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আটকরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. শহিদ (৩৩), শওকত মাতুব্বর (৪৫), যশোর জেলার বেনাপোল এলাকার আলমগীর হোসেন (২৭), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোমরেজ মাতুব্বর (৪০) ও সোহেল শেখ (২৬)।
সংবাদ সম্মলনে র্যাব-৮ এর মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬৭৪ বোতল ফেনসিডিলসহ গাড়ির চালক আলমগীর ও শহিদকে আটক করা হয়।
অন্যদিক, ফরিদপুরের ভাঙ্গা থেকে ১২ কেজি গাঁজা ও ৯২ পিস ইয়াবাসহ মোমরেজ ও সোহেল নামের দুইজন এবং শরীয়তপুরের জাজিরা থেকে ২২৩ পিস ইয়াবাসহ শওকত মাদবর নামে আরো একজনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
এনটি