ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধের জীবন ও শিক্ষা সমাজ আলোকিত করে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
বুদ্ধের জীবন ও শিক্ষা সমাজ আলোকিত করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে উন্নয়ন সহযোগিতা চুক্তি সই অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

ঢাকা: বৌদ্ধ ধর্ম ও দর্শন ভারত-বাংলাদেশের সভ্যতার প্রথম সংযোগ। ভগবান বুদ্ধের জীবন ও শিক্ষা আমাদের নীতিবোধের অংশ, যা আমাদের সমাজকে আলোকিত করে।

বৃহস্পতিবার (১ মার্চ) বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে উন্নয়ন সহযোগিতা চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

হাই কমিশনার বলেন, মহান বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্ম নিয়েছিলেন।

আমি এখানে অতীশ দীপঙ্করের পবিত্র স্মৃতিচিহ্ন দেখেছি। তিনি শান্তি, সমবেদনা, জ্ঞান ও প্রজ্ঞায় আমাদের একই ঐতিহ্যের উজ্জ্বল রূপ।

‘বাংলাদেশের সংবিধান সব ধর্মের অনুসারীদের জন্য সমান অধিকার দিয়েছে। দেশের উন্নয়নে আপনারাও সমান অংশীদার। আপনারা ভারত ও বাংলাদেশের অসাধারণ বন্ধন। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে সংঘের কাজ প্রসংশার। ’

শ্রিংলা বলেন, ভারতীয় হাই কমিশন রামুর ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ বিহার পুনর্নিমাণ করতেও সহায়তা করেছে। আজ আমি ধর্মরাজিক পাঠাগার উদ্বোধন করতে পেরে খুবই খুশি। এটি ধর্মরাজিক বিহারের উন্নত সেবা প্রদানে সহায়ক হবে।  

ভারতীয় হাই কমিশন বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কল্যাণে সহায়তা করবে সব সময় বলেও জানান তিনি।

হাই কমিশন সংঘের একটি দোতলা লাইব্রেরি, ডাইনিং হল নির্মাণ, লাইব্রেরি ও ডাইনিং হলের জন্য আসবাব, বুদ্ধগয়াতে সংঘকে ভারত সরকারের দেওয়া জমিতে সীমানা নির্মাণের জন্য সহযোগিতা, অনাথ আশ্রমে বার্ষিক সহায়তা, স্কুলের ল্যাবরেটরির জন্য উপকরণ, বিভিন্ন দাতব্য কাজে আর্থিক সহায়তা, ভারতে প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় সম্মেলনের জন্য ভ্রমণ সুবিধা, তীর্থভ্রমণের জন্য ভিসা সুবিধা প্রভৃতি দিচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, শ্রী পি. আর. বড়ুয়া, সিনিয়রসহ সভাপতি, ড. প্রণব কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক সম্মানিত ভিক্ষু, সংঘের প্রবীণ সদস্য ও ঢাকার বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।