বৃহস্পতিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আল-আমিন উপজেলার মোমিনপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে এবং মোমিনপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাক্টরটি ধাক্কা দিলে আল-আমিন গুরুত্বর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘন্টা, মার্চ ০১, ২০১৮
জিপি