ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ওবায়দুল কাদেরের মায়ের কুলখানি অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
ওবায়দুল কাদেরের মায়ের কুলখানি অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুনন্নেসার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ মার্চ) দিনব্যাপী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার সরবারী মুজিব কলেজ মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

কুলখানীতে উপস্থিত ছিলেন- বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, সংসদ সদস্য খালেদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য রহিম উল্যাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অজয় কর খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকের হোসেন, সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুল হায়দার চৌধুরী রোটন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমুখ।

প্রসঙ্গত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুনন্নেসা চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন। মঙ্গলবার বিকেলে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।