ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক খুন ছবি:প্রতীকী

গাজীপুর: টঙ্গীর কলেজ গেইট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ফারুক হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (০১ মার্চ) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহত ফারুক হোসেন টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বেশ কিছু হকার ব্যবসা করে আসছিল। ওইসব হকারদের কাছ থেকে ফারুক হোসেন তার লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছে।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকের লোকজন চাঁদা উঠাতে গেলে হকাররা তাদের প্রতিহত এবং চাঁদা দিতে অস্বীকার করে। পরে ফারুককে বিষয়টি জানালে, রাত ৮ টার দিকে ফারুক ফের তার লোকজন নিয়ে হকারদের কাছ থেকে চাঁদা উঠাতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফারুক হোসেন গুরুত্বর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৮
আরএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।