পরে বৃহস্পতিবার (০১ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে ৭ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং পোনাগুলো অবমুক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে পদ্মা স্লুইজ এলাকার মাঝের খাল থেকে ১০ লাখ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, নামবিহীন ট্রলার, ১০ লাখ মিটার মশারী নেটজালসহ ৭ জনকে আটক করে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন, খুলনা জেলার রুপসা থানার আলাইপুর গ্রামের উজির আলী শেখের ছেলে আবসার আলী (২৯), মো. লুৎফুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (২০), শেখ গোলাম রব্বানীর ছেলে জাকারিয়া শেখ (২১), সালাউদ্দিন শেখের ছেলে শেখ মিন্টু (২৩), আবুল হাসান সিকদারের ছেলে আসাদ সিকদার (৩২), হামিদ সিকদারের ছেলে এখলাস সিকদার (৩০) ও সামসু সিকদারের ছেলে ইজাবুল সিকদার(২২)।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির জানান, ভ্রাম্যমান আদালতে ৭ জেলেকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছের পোনা বিষখালী নদীতে অবমুক্ত ও ট্রলারটি ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়া হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হবে।
বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৮
এমএমএস