বৃহস্পতিবার (০১ মার্চ) রাতে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কিশোরীদের পরিবারের অভিযোগ, মোটা অংকের বেতনের চাকরি দেওয়ার কথা বলে প্রতিবেশী মালেকা ও তাজনিনা তাদের ঢাকার মিরপুরে নিয়ে যায়।
একপর্যায়ে কৌশলে তারা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ওই চক্রের সদস্যদের নামে থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের সূত্র ধরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তন্নি খাতুন (১৪), সুমাইয়া খাতুন (১৩), তাসনিনা খাতুনকে (১৫) উদ্ধার এবং প্রতারক চক্রের তাজনিনা ও মালেকাকে আটক করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, প্রতারক চক্রের আটক সদস্যদের বিরুদ্ধে আরো অভিযোগ পাওয়া গেছে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ