শুক্রবার (০২ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিতে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী পদ্মা লাইন নামে একটি বাস বারবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায়। এসময় ঘটনাস্থলে মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ