ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে মিজানুর রহমান (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শুক্রবার (০২ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিতে ভর্তি করা হয়েছে।

নিহত মিজানুর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিমরাইল গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী পদ্মা লাইন নামে একটি বাস বারবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার উপর উল্টে যায়। এসময় ঘটনাস্থলে মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।