ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস ঢাকায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস ঢাকায় লিসা কার্টিস (ফাইল ছবি)

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিস তিনদিনের সফরে শুক্রবার (২ মার্চ) ঢাকায় এসেছেন। 

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কার্টিস দুপুরে কক্সবাজার যাবেন।

সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গেও আলোচনা করবেন।

ট্রাম্প প্রশাসনের এক বছরের বেশি সময়কালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উচ্চ পর্যায়ের এটি প্রথম সফর। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া লিসা কার্টিস প্রেসিডেন্টের উপ-সহকারীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালকের দায়িত্ব পালন করছেন।

মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী দফতরের অন্যতম শাখা জাতীয় নিরাপত্তা কাউন্সিল মূলত পররাষ্ট্রনীতি, গোয়েন্দা কর্মকাণ্ড ও জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকে।  

লিসা কার্টিসের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের ভাবনা স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
কেজেড/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।