ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তুমব্রু সীমান্তে উত্তেজনা বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
তুমব্রু সীমান্তে উত্তেজনা বেড়েছে সীমান্তে বিজিবির টহল

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে রোহিঙ্গা ইস্যু নিয়ে উত্তেজনা বেড়েছে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনবলও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (০১ মার্চ) সন্ধ্যায় সীমান্তে ফাঁকা গুলিবর্ষণের পর পতাকা বৈঠকের জন্য মিয়ানমারের সীমান্তরক্ষীদের চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি বলে বিজিবির এক সূত্রে জানা গেছে।



বিজিবি-বিজিপি’র পতাকা বৈঠক বিকেলে

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরওয়ার কামাল বাংলানিউজকে জানান, শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে  মিয়ানমারের সেনারা জিরো পয়েন্ট থেকে কিছুটা দূরে সরে গেছে। সীমান্তের ওপারে কাঁটাতারের খুব কাছে কয়েকদিন ধরে মিয়ানমারের সেনা ও বিজিপি অবস্থান নিয়েছিল।
 
এদিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি প্রতিনিধি দল ঘুমধুমের তুমব্রু রওনা হয়েছেন। ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতিনিধি এবং স্থানীয়রদের সঙ্গে দুপুরে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ির ইউএনও।

** তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাদের ফাঁকা গুলি

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।