শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তহমিনা খাতুন, সাতক্ষীরা পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাজী ফিরোজ হাসান, শফিকুল আলম বাবু, শাহিনুর রহমান শাহিন, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা, ফারহা দিবা খান সাথি, অনিমা রাণী মণ্ডল প্রমুখ।
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে শহরের পাকাপোল থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী ব্রিজ পর্যন্ত ৩০ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে প্রাণ সায়ের খালের দু’পাশে সৌন্দর্য বর্ধন করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরবি/