ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে নকল ওষুধ উৎপাদন-বিক্রির দায়ে ৪ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
হোসেনপুরে নকল ওষুধ উৎপাদন-বিক্রির দায়ে ৪ ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ৪ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২ মার্চ) দুপুরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১ মার্চ) দিনগত রাতে উপজেলার ঢেকিয়া গ্রামের আবুল হাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সাদেকপুর (মোল্লাবাড়ি) এলাকার আলকাছ মিয়ার ছেলে আলম (৩৬), একই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে আলী আজগর (৩৬), আবু সাঈদ মিয়ার ছেলে মো. মুরাদ (২৩) ও নবীনগর উপজেলার বড়াইল (উত্তর পাড়া) এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে  কামাল হোসেন (৩৬)।

ওসি মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, আবুল হাসেমের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মুন্নী ফুড অ্যান্ড কেমিক্যালস কোম্পানি নামে ওষুধ ব্যবসায়ী মো. আলম ও তার সহযোগীরা নকল ওষুধ উৎপাদন ও বিক্রি করে আসছিলেন, এমন খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উৎপাদিত নকল ওষুধসহ মালামাল জব্দ করা হয়।

তাদের  বিরুদ্ধে ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে শুক্রবার (২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
   
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।