ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
রায়পুরায় গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় গণপিটুনিতে সন্ত্রাসী কামাল ওরফে পিচ্চি কামাল (৩৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মার্চ) রাত ১০টায় জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আগানগর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কামাল হোসেন ওরফে পিচ্ছি কামাল উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ কান্দাপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পিচ্ছি কামাল পুলিশের তালিকাভুক্ত একজন নামকরা সন্ত্রাসী। তার বিরুদ্ধে রায়পুরা থানা ও আশপাশের থানাগুলোতে বেশ কয়েকটি ডাকাতি, পুলিশের ওপর হামলা, অস্ত্রসহ চাঁদাবাজির মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে পিটিয়ে হত্যা করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, পিচ্চি কামালের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।