শনিবার (০৩ মার্চ) সন্ধ্যায় জাসদের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বিবৃতিতে বলা হয়, মুক্তমনা প্রগতিশীল বিজ্ঞান মনস্ক লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।
শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ