প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, দিনভর ওই হামলাকারীরা ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করেছে। তাদের গতিবিধি সন্দেহজনক ছিল।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জ্যোর্তিময় সরকার তপু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত যুবককে একাডেমিক ভবনে অবরুদ্ধ করে রেখেছেন। আমরাও ঘটনাস্থলে আছি। তাকে উদ্ধার পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানতে পারবো।
শনিবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়।
পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসএইচ