ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ট্রাক উল্টে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
বান্দরবানে ট্রাক উল্টে শ্রমিক নিহত

বান্দরবান: বান্দরবানে কাঠ বোঝাই ট্রাক উল্টে আবদুল আলিম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (০৩ মার্চ) বিকেলে সদরের কানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল আলিম জেলার সুয়ালক ইউনিয়নের কাইচতলি এলাকার আবদুল বারেকের ছেলে।

আহতরা হলেন- কাঠ ব্যবসায়ী আবুল কাশেম (৩৬), মোস্তাক আহম্মদ (৪০) ও ট্রাক চালক নাজিম উদ্দিন (৩৫)। তারা সকলেই বান্দরবানের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকটি কানাপাড়ার পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক আবদুল আলিমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেয়।

আহতদের মধ্যে আবুল কাশেম ও নিজাম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বাংলানিউজকে বলেন, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকটি কানাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আবদুল আলিমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।