ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদক থেকে সন্তানকে ফিরিয়ে আনতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
মাদক থেকে সন্তানকে ফিরিয়ে আনতে হবে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

গাজীপুর: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মাদক ও ইন্টানেটের আসক্তি থেকে আমাদের সন্তানকে ফিরিয়ে আনতে হবে। সন্তান কার সঙ্গে চলাফেরা করছে সে দিকে খেয়াল রাখতে হবে। তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে।

শনিবার (০৩ মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মৌচাক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সুশীল সমাজ, পেজাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

কালিয়াকৈর উপজেলার উন্নয়নের জন্য এ পর্যন্ত কয়েকশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রাস্তাসহ ব্যাপক উন্নয়ন কাজ চলছে। সফিপুর বাজারে একটি উড়াল সড়ক নির্মাণের কাজ আগামী নির্বাচনের আগে শুরু করা হবে। এছাড়া কালিয়াকৈরে যাতে জমি রেজিস্ট্রেশনের খরচ কমানো হয় সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসান, ব্যবসায়ী নূরুল ইসলাম রতন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. হালিম, সফিপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।