শনিবার (৩ মার্চ) বিকেলে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার আমেরিকা প্রবাসী মেয়ে এলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আশফাকুর রহমান একজন পেশাদার কূটনীতিক ছিলেন। ৩৬ বছর সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান। ঢাকায় তিনি জন্মগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং অর্থনীতিতে মার্স্টাস করেন। ১৯৬৭ সালে তিনি চ্যান্সেলর গোল্ড মেডেল পান। ১৯৭০ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বিভিন্ন পদে থাকার পর ১৯৭৮ সালে তিনি পেশাদার কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর লন্ডন, তেহরান, স্টোকহোম, মস্কো মিশনে কাজ করেন।
১৯৯৬ সালে তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের মিশন প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০০১ জার্মানি এবং ২০০৩ সালে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন ২০০৭ সাল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮, আপডেট: ২১১০ ঘণ্টা
আরবি/