ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার

বাগেরহাট: সুন্দরবনে অভিযান চালিয়ে অপহৃত ১৪ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা। 

শনিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টায় শরণখোলা রেঞ্জের দুধমুখি খাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ছয়টি এবং ডাকাতদের দুইটি নৌকা জব্দ করে কোস্টগার্ড।

অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম এ মাহাদীন বাংলানিউজকে জানান, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কিছু জেলে অপহৃত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জেলে ও ৮টি নৌকা উদ্ধার করা হয়। এসময় দস্যুরা পালিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মোবাইলে বাংলানিউজকে জানান, অপহরণের ঘটনাটি বন বিভাগ জানার পর কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অপহৃত জেলে ও আটটি নৌকা উদ্ধার করা হয়েছে। কোন বাহিনী তাদের অপহরণ করেছিল তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।