ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রোববার বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
 জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান

ঢাকা: জনপ্রিয় লেখক ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে হামলার প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশ থেকে এ কর্মসূচি দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেন, রোববার (৪ মার্চ) বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সেই সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

হামলার বিষয়ে তিনি বলেন, আমরা কল্পনাও করিনি জাফর ইকবালের মতো এমন একজন মানুষের উপর হামলা হবে। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা কল্পনাও করতে পারিনি। অবস্থা এমন দাঁড়িয়েছে শুধু জাফর ইকবাল নয়, কেউই নিরাপদ নয়।

ডা. ইমরান বলেন, বিভিন্ন সময় যখন লেখক-প্রকাশকের ওপর হামলা হয় তখন আমরা দেখেছি কিভাবে সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে। কিভাবে বিচারহীনতার সংষ্কৃতিকে লালন করা হয়েছে। এসব কারণে হামলা হচ্ছে বলে তিনি অভিমত দেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স প্রমুখ।

**জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।