ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রবেশী সন্ত্রাসী জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ছাত্রবেশী সন্ত্রাসী জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবাল। ছবি: বাংলানিউজ

সিলেট: ছাত্রবেশী সন্ত্রাসী ড. জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীন আহমেদ।

শনিবার (০৩ মার্চ) রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।  

ড. ফরিদ উদ্দিন বলেন, পুলিশের প্রহরায় থাকলেও ছাত্রবেশী সন্ত্রাসী হওয়ার কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর ফাঁক গলে এ হামলা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী ছাত্রবেশী ওই সন্ত্রাসীকে ধরতে পারেনি।  

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাসপাতালে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

‘প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। তিনি ড. জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। ’ 

ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোরশেদ আহমেদ চৌধুরী বলেন, ‘ড. জাফর ইকবালের মাথার পেছনে আঘাত রয়েছে। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার অবস্থা আউট অব ডেঞ্জার। ’ 

‘তবে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেওয়া হবে। নিউরো সার্জনরা বলেছেন, উনি প্রাথমিকভাবে শঙ্কামুক্ত। ’

এদিকে আহত ড. জাফর ইকবালের চিকিৎসার জন্য হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. এন কে সিনহার নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।  

আরও পড়ুন
** 
জাফর ইকবালের ওপর হামলাকারী ছিল ২ জন

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।  

অনুষ্ঠান চলাকালে আকস্মিক এক যুবক পেছন থেকে মঞ্চে এসে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল।  

এরপর তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এনইউ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।