ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রিন্ট মিডিয়ার দিন শেষের দিকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
প্রিন্ট মিডিয়ার দিন শেষের দিকে ড. ওবায়দুল করিম

ফেনী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল করিম বলেছেন, কালের বিবর্তনে প্রিন্ট মিডিয়ার দিন ক্রমেই শেষ হয়ে যাচ্ছে। ছাপার অক্ষরগুলো স্থান পেয়েছে ওয়েব পেইজে। 

‘মুদ্রণ শিল্পের কথা: অতীত ও বর্তমান’ বই নিয়ে শনিবার (৩ মার্চ) ফেনীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত পাঠোত্তর মূল্যায়ন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
ওবায়দুল করিম বলেন, সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির উপর মুদ্রণ শিল্পের প্রভাব গুরুত্বর্পূর্ণ।

একটা সময় ছিল মানুষ তার চিন্তাকে পাথর, কাঠ, মাটি ও গাছের পাতায় লিখে রাখতো। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর থেকেই মূলত ‘রেনেসাঁ’ পুনজাগরণ শুরু হয়েছে। এর বিকাশেই আজকের গ্লোবালাইজেশন। সময়ের পরিবর্তন হয়েছে মুদ্রণ শিল্পও অনেক দূর এগিয়েছে। আজকের যে ওয়েব পেইজ তাও মুদ্রণ শিল্পের নব সংষ্করণ। ভবিষ্যতে মানুষ আর ছাপার অক্ষরের বই পড়বে না, ওয়েবে ই-বুক পড়বে। সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রণের ধারণারও পরিবর্তন এসেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেনী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সময় টিভির ফেনী ব্যুারো প্রধান বখতেয়ার ইসলাম মুননা, নাট্যকার নাসির উদ্দিন সাইমুন, ফেনী জেলা পুস্তুক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি ইকবাল আলম,  ফেনী মুদ্রণ শিল্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বইটি সম্পর্কে লেখক আরিফুল আমীন রিজভী বলেন, পাঠক এ বইতে মুদ্রণ শিল্প সম্পর্কে জানতে পারবেন, একইসঙ্গে ফেনীর গবেষণা কাজকেও অনেক বেশি সমৃদ্ধ ও স্পষ্ট করবে বইটি

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।