তিনি বলেন, যে জাতি বীরদের সম্মান করতে জানে না, সেই জাতির কপালে দুর্ভোগ আছে। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার সংক্রান্ত সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।
স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে শনিবার (৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার রায় হাইকোর্টে আসতে বিলম্বেরও সমালোচনা করেন জাফরুল্লাহ।
তিনি বলেন, গণতন্ত্র না থাকলে চার কিলোমিটার রাস্তা যেতে ১৫ দিন সময় লাগে! …একটা রায় সদরঘাট থেকে হাইকোর্ট, ডিজিটাল যুগে কয় ঘণ্টা সময় লাগা উচিৎ? এটা হবে…, দেশে যখন গণতন্ত্র থাকে না, নৈরাজ্য চলে।
প্রশ্ন ফাঁস নিয়ে জাফরুল্লাহ বলেন, ক্লাসরুমের প্রশ্ন ফাঁস কীভাবে হয়? শিক্ষকরা একে অপরকে বিশ্বাস করবে না? যখন এক ব্যক্তির অপর ব্যক্তির প্রতি সম্মান থাকে না, তখন এমন হয়।
প্রশ্ন ফাঁসের জন্য বৈষম্যকে দায়ী করে তিনি বলেন, এটা দূর করতে হবে। কেবল জিপিএ -৫ পেয়ে কী হবে? রাষ্ট্র ভালো কাজ না করলে, হাসিনা আপনি যতো ভালো কাজ করেন না কেন, আপনাকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে।
স্বাধীনতার ইশতেহার ঘোষণা দিবসের এই আলোচনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর নবনিযুক্ত ‘বঙ্গবন্ধু অধ্যাপক’ ড. সৈয়দ আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ড সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, কবি আল মুজাহিদী প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমআইএইচ/আরআর