ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবককে ধরে বেধড়ক পিটুনি দেন শিক্ষার্থীরা/ছবি: বাংলানিউজ

সিলেট: প্রখ্যাত লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী যুবককে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শনিবার (০৩ মার্চ) রাত ৯টার দিকে তাকে র‌্যাব-৯ এর হাতে তুলে দেওয়া হয়। তবে এখনও হামলাকারী যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ‍সূত্র জানায়, অচেতন অবস্থায় পড়ে ছিল হামলাকারী। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একজন চিকিৎসক তাকে  প্রাথমিক চিকিৎসা দেন। এরপরই জ্ঞান ফিরে আসে তার।  

তখন ওই যুবককে র‌্যাবের তত্ত্বাবধানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মেদ।

তিনি বলেন, আমরা ক্যাম্পাস থেকে হামলাকারীকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে।

আরও পড়ুন>>
** 
‘মঞ্চের পেছন থেকে এসে হঠাৎ ছুরিকাঘাত করে ওই যুবক’

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।  

অনুষ্ঠান চলাকালে আকস্মিক এক যুবক পেছন থেকে মঞ্চে এসে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল।  

এরপর তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।  

রাতে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএইচে নিয়ে আসা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮ 
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।