ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার পথে জাফর ইকবাল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
ঢাকার পথে জাফর ইকবাল ঢাকার পথে জাফর ইকবাল

সিলেট: ‍উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় আনা হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।  

শনিবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে সিলেট থেকে তাকে নিয়ে ঢাকার পথে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চিকিৎসাধীন মুহম্মদ জাফর ইকবালের তিনি নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, ড. মুহম্মদ জাফর ইকবালের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হবে।  

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাফর ইকবাল।  

অনুষ্ঠান চলাকালে আকস্মিক এক যুবক পেছন থেকে মঞ্চে এসে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে আহত হন ড. মুহম্মদ জাফর ইকবাল।  

এরপর তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এনইউ/এসকে/এমএ/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।