ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে এক হাজার পিস ইয়াবাসহ আটক দুই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
নাটোরে এক হাজার পিস ইয়াবাসহ আটক দুই নাটোরে এক হাজার পিস ইয়াবাসহ আটক দুই

নাটোর: নাটোরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়েন উদ্দিন (৩৬) ও আলমগীর হোসেন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (০৩ মার্চ) দিনগত রাত ৮ টার দিকে সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক ময়েন উদ্দিন সদর উপজেলার বেজপাড়া আমহাটি গ্রামের আলী আশরাফের ছেলে ও আলমগীর হোসেন নওগাঁ জেলার সদর উপজেলার বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার মৃত বাচ্চু হোসেনের ছেলে।

 

নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিসুর রহমান খান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আলমগীর, ময়েন ও রহমান নামে তিন মাদক ব্যবসায়ী আজ রাত আনুমানিক ৮ টার সময় একটি মোটরসাইকেলে করে রাজশাহী থেকে নাটোরে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় তাদের মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশী করতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় আলমগীর ও ময়েনকে আটক করা গেলেও  মোঃ রহমান (৩০) নামে অপরজন পালিয়ে যান। পরে তাদের দেহ তল্লাশী করে ময়েনের কাছে ৬০০ পিস এবং আলমগীর হোসেনের কাছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  

এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। এঘটনায় তিনজনকে আসামী করে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।