ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মামলা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মামলা জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মামলা

বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের কাছে মামলার বিষয়ে সব তথ্য দেওয়া হয়েছে। পুলিশ বাকিটা দেখবে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালকে। তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  

রাত ৯টায় র‌্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল আলী আজহার আজাদ সাংবাদিকদের জানান, অাটককৃতকে র‌্যাবের হেফাজতে নেয়া হয়েছে। হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুরকে চিকিৎসার জন্য সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এমআরএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।