শনিবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালকে। তার চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রাত ৯টায় র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল আলী আজহার আজাদ সাংবাদিকদের জানান, অাটককৃতকে র্যাবের হেফাজতে নেয়া হয়েছে। হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুরকে চিকিৎসার জন্য সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এমআরএম/এসআইএস