ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এবার হামলাকারী ফয়জুরের চাচা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এবার হামলাকারী ফয়জুরের চাচা আটক

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় হামলাকারীর চাচা আব্দুল কাহার লুলইকে (৫৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।

রোববার (৪ মার্চ) ভোরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারকাপন নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব।  

দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদস্যরা তাকে আটক করেছে।

এর আগে হামলাকারী ফয়জুরের মামা ফজলুর রহমানকে সিলেট থেকে আটক করা হয়।

শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুর। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হন ওই হামলাকারী।  

আটক ফয়জুর রহমান দিরাই উপজেলার কালিয়ার কাপনের হাফিজ আতিকুর রহমানের ছেলে। আতিকুর রহমান সিলেটের টুকেরবাজার মহিলা মাদ্রাসার শিক্ষক। তারা বর্তমানে সিলেট সদর উপজেলার টুকেরবাবাজার ইউনিয়নের কুমারগাওস্থ শেখপাড়া এলাকায় একটি বাসায় থাকতেন।

**হামলাকারীও সিএমএইচে ভর্তি, মামাকে আটক

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।