ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আইনমন্ত্রী

ঢাকা: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার  পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আনিসুল হক বলেন, কোনো শিক্ষকের ওপর হামলা শুধু নিন্দাজনক নয়, একটি ঘৃণ্য অপরাধ।

তাই অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।  

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান আইনমন্ত্রী।

শনিবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. জাফর ইকবালকে  ছুরিকাঘাতে করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামে এক যুবক।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।