রোববার (০৪ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়।
আন্দোলনকারীদের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, সিভিল সার্ভিস কমিশনে যোগ্যতা ছাড়াও শুধুমাত্র কোটার কারণে তারা নিয়োগ পাচ্ছেন।
এ সময় ৫ দফা দাবি জানান তিনি। দাবিগুলো হলো- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদগুলো মেধায় নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।
একই দাবিতে শিক্ষার্থীরা গত ১৭ ও ২৫ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসকেবি/জেডএস