ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
নওগাঁয় যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হচ্ছে

নওগাঁ: চুরির অভিযোগে দুই পা বাঁশের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে ওই যুবককে বেধড়ক পেটানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় আদনান রহমান নামে এক ব্যক্তির ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়।

ফেসবুক পোস্টে দাবি করা হয়, ‘শুক্রবার নওগাঁ জেলার পত্মীতলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে পকেটমারার অভিযোগে ওই যুবককে পেটানো হয়। আইনের হাতে তুলে না দিয়ে এভাবে অমানুষের মতো পেটানো কখনোই যুক্তিসংগত হতে পারে না। ’

ভিডিওতে দেখা যায়, প্রথমে ওই যুবকের দুই পা বাঁধেন এক ব্যক্তি। তারপর দুই পায়ের মাঝ দিয়ে বাঁশ ঢুকিয়ে উঁচু করে তুলে ধরা হয়। এর পর ঝুলন্ত ওই যুবককে এক ব্যক্তি উপর্যুপরি লাঠি দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে যুবক নির্যাতনকারীর পা জড়িয়ে ধরলেও তার পেটানো থামেনি।

এ বিষয়ে আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

স্থানীয় গ্রাম পুলিশের বরাত দিয়ে পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক জানান, টাকা চুরির অভিযোগে যুবককে হাটের মধ্য থেকে ধরে এনে চড়থাপ্পর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরে যে এরকম ঘটনা ঘটেছে এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

ওসি আরও জানান, ঘটনাটি লোকমুখে শোনা যাচ্ছে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।