রোববার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরাফাত উপজেলার খলিশাকান্দি গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
দুপুরে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তিনি মোটরসাইকেলযোগে গাইবান্ধার কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক যানবাহনটিকে এখনও শনাক্ত করা যায়নি যোগ করেন এসআই সুশান্ত।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমবিএইচ/এএটি