ঢাকা: জনপ্রিয় লেখক, বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্ত চিন্তার অগ্রপথিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
রোববার (৪ মার্চ) এক বিবৃতিতে ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রফেসর জাফর ইকবালের ওপর হামলা বাঙালি জাতির জন্য চরম অবমাননাকর।
তিনি এ ঘটনার সঙ্গে জড়িত দোষী ও ইন্ধনদাতাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি দেশবরেণ্য এ শিক্ষকের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৩৮১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমআইএইচ/এএটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।