ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহরাস্তিতে ইয়াবাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
শাহরাস্তিতে ইয়াবাসহ দম্পতি আটক আটক দম্পতি

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উপলতা এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ খোরশেদ আলম (৩৩) ও রাবেয়া আক্তার রুম্পা (২৩) নামে এক দম্পতিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (০৪ মার্চ) দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।

খোরশেদ উপলতা গ্রামের আরব আলীর ছেলে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় খোরশেদ আলমের ঘরে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।