ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ৪ পুলিশ হত্যা: ২৩২ আসামির নামে চার্জ গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
সুন্দরগঞ্জে ৪ পুলিশ হত্যা: ২৩২ আসামির নামে চার্জ গঠন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র। ইনসেটে নিহত চার পুলিশের মধ্যে তিনজনের মরদেহ।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ২৩২ আসামিকে অভিযুক্ত করে চার্জ গঠন করেছেন আদালত। 

রোববার (৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী হোসেন শুনানি শেষে এই চার্জ গঠন করেন। এসময় অভিযুক্ত ২৩৫ আসামির মধ্যে ২২৩ জন আদালতে উপস্থিত ছিলেন।

 

গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির ও সাঈদীর অনুসারীরা সশস্ত্র তাণ্ডব চালায় সুন্দরগঞ্জ উপজেলায়। ওই সময় তারা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় মামলা হলে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ২৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

তিনি আরও বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (৪ মার্চ) দুপুরে বিচারক শুনানি শেষে চার্জ গঠন করেন। চার্জশিটভুক্ত ২৩৫ আসামির মধ্যে তিন আসামির মৃত্যু হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। মামলার সাত আসামি পলাতক। বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি করলেও এসময় মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেননি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।