ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
খুলনায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

রোববার (০৪ মার্চ) সকালে উপজেলার বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আব্দুল কাদের মহলদারের ছেলে।

আহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদ।

পুলিশ জানায়, মেহেদী শনিবার (০৩ মার্চ) সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার আঙ্গারদহ গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রোববার সকালে তিনি মোটরসাইকেলে তার বোনের শ্বশুর কাশেম ও তার ছেলে রিয়াজকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। উপজেলার বরাতিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। এসময় আহত হয়েছে কাশেম ও তার ছেলে রিয়াজ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইমদাদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।