ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

১০ টাকার চাল পেতে বিলম্ব হচ্ছে বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
১০ টাকার চাল পেতে বিলম্ব হচ্ছে বরিশালে বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ছবি: বাংলানিউজ

বরিশাল: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরে চাল পেতে বিলম্ব হচ্ছে বরিশালে।

রোববার (৪ মার্চ) দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও ১০ টাকা দরে চাল বিক্রির কার্যক্রম শুরুর কথা থাকলেও নিয়োগপ্রাপ্ত ডিলাররা এখনও টাকা জমা না দেওয়ায় এ বিলম্ব, জানায় কর্তৃপক্ষ।

বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত কোনো ডিলার টাকা জমা দেয়নি।

তাই কাউকেই এখনও চাল দেওয়া সম্ভব হয়নি। তারা টাকা দিলেই ১০ টাকার চাল ভোক্তাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমাদের মজুদেও পর্যাপ্ত পরিমাণে চাল রয়েছে।

তিনি আরও বলেন, নোটিশ পাওয়ার পরপরই আমরা জেলার ১০টি উপজেলার ডিলারদের এ বিষয়ে অবহিত করি। আশা করা যায়, মার্চ মাসের চাল মার্চ মাসের মধ্যেই ভোক্তাদের কাছে পৌঁছে যাবে এবং দুই থেকে তিনদিনের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে।

বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরিশাল জেলার ১০টি উপজেলার মোট ৮৫টি ইউনিয়নে এক লাখ ৬০ হাজার ৩৯৬ জন ভোক্তার মধ্যে সরকার নির্ধারিত মূল্য ১০ টাকায় চাল বিক্রি করা হবে। আর এ চাল সাড়ে ৮ টাকা দরে ২৮৫ জন ডিলার সংগ্রহ করবেন।

খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড প্রাপ্ত ভোক্তারা ৩০ কেজি করে দুই মাসে (মার্চ ও এপ্রিল) ৬০ কেজি চাল কিনতে পারবেন। গত বছরের মতো এবারও ভোক্তাদের মাঝে ১৫ হাজার ৮৩৪ মেট্রিকটন চাল বিক্রি করা হবে।

তাছাড়া, এক থেকে দুই দিনের মধ্যেই খোলা বাজারে ওএমএস-এর চাল বিক্রি শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।